Logo Design Responsive(লোগো ডিজাইন
রেসপন্সিভ)
Responsive
আমার এই ওয়েবসাইট টি যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, তহালে দেখবেন সাইট টির থিম এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে,আপনি যদি এ সাইট টি মোবাইলের মাধ্যমে ভিজিট করেন তাহলে কেমন দেখাবে?
ডেক্সটপ/ল্যাপটপ এর মাধ্যমে ভিজিট করেন তাহলে কেমন দেখাবে?
ট্যাবলেট এর মাধ্যমে ভিজিট করেন তাহলে কেমন দেখাবে?
অর্থাৎ যে, যেটা দিয়েই ভিজিট করুক না কেন, তার ডিভাইসে কেমন দেখাবে। সকলের কাছে যেন এ সাইটের মূল ম্যাসেজ/ ইনফরমেশন গুলো সঠিকভাবে যায়। কোন কিছু যেন মিসিং না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সকলেই তাদের ডিভাইসে সাইট টি সুন্দরভাবে দেখতে পারবে। যদিও এ জন্য লে-আউটে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
এ কাজটাই মূলত Ressponsive
Logo Design Responsive
লোগো ডিজাইন এর ক্ষেত্রে Logo যে কাজে বা যে ডিভাইসে ব্যবহার করা হবে, সেই কাজে বা ডিভাইসে ব্যবহার করতে গিয়ে যদি ছোট বড় করতে হয়, বা কিছু টেক্স/ ইলিমেন্টস বাদ দেওয়া হয়, তাহলে এমন ভাবে কাজটি করতে হবে যে লোগোর মূল ম্যাসেজ/ ইনফরমেশন বা থিম যেন স্পষ্ট বুঝা যায় বা Logo টি যে ব্রেন্ড এর সেটা যেন স্পষ্টই বোঝা যায়।
অথবা,
Logo Design করার সময় Logo টি এমন ভাবে Design করতে হবে। যাতে এটি যে কোন জায়গায় ব্যবহার করা যায়, অথবা ব্যবহার অনুযায়ী যত ছোট কিংবা বড় করা প্রয়োজন হয়, তহালে যেন কাজ টি করতে কোন অসুবিধা না হয়। এবং Logo এর মূল ম্যাসেজ/ ইনফরমেশন/ উদ্দেশ্য টি ফুটিয়ে তোলা যায়।
তাকেই Logo Design Responsive বলে।
লেখক ও গবেষক
--------------
মোঃ ইউসুফ
প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার
(লোগো ডিজাইনার)
Contact and Follow
Facebook: https://www.facebook.com/mdyousuffb2
Twitter: https://twitter.com/mdyousuffb
Behance: https://www.behance.net/mdyousuffb
Dribbble: https://dribbble.com/mdyousuffb
Instagram: https://www.instagram.com/mdyousuffb/
যে কোন সমস্যায় গ্রুপে পোস্ট করুণ: FBITSchool
পেইজে মেসেজ দিতে পারেন: FBITSchool
1 মন্তব্যসমূহ
আপনাকে ধন্যবাদ। শেয়ার করে অন্যকে জানিয়ে দিতে সহযোগিতা করুন।
উত্তরমুছুন