What are the 5 characteristics of a good logo । লোগো ডিজাইনের ৫ টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

একটি আদর্শ লোগোর ৫ টি  বৈশিষ্ট্য রয়েছে 





কোন Shape/ symbol/ text/ image/ illustration এর সমন্বিত ব্যবহার লোগো হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে




সেই শর্ত বা বৈশিষ্ট্য গুলো হলো: 

  1. Simple
  2. Scalable
  3. Memorable/Impactful
  4. Versatile
  5. Relevant





এবার আসুন বিস্তারিত জানি


1. Simple: 

Logo Design অবশ্যই Simple হতে হবে, যাতে যে কোন শ্রেণির মানুষ দেখা মাত্রই সহজে চিনতে পারে এবং বুঝতে পারে। 

সিনিয়র ডিজাইনারদের মতে:

“লোগো ডিজাইন এমন ভাবে করা উচিৎ, যে কেহ দেখা মাত্রই যেন মনে করে, এটা তো আমি দুই মিনিটেই তৈরি করতে পারবো”


কেন Simple হতে হবে?


আমরা জানি,

Logo Design হলো  Brand Identity এর অন্যতম প্রধান উপাদান।

অথবা, Brand Face বা চেহারা।

কোন একটি ব্রেন্ড বা ব্রেন্ডের প্রোডাক্ট/সার্ভিস যাতে সর্বশ্রেণির মানুষ অতি সহজেই চিনতে পারে এবং মনে রাখতে পারে, এ জন্য Identity/ Face বা চেহারা হিসেবে Logo ব্যবহৃত হয়। 

আর কোন একটি Brand প্রতিষ্ঠিত হয় সমগ্র পৃথিবীতে বা কোন একটি নির্দিষ্ট দেশে বা এরিয়াতে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য।

তাই আমরা যদি সমগ্র পৃথিবী বা কোন একটি নির্দিষ্ট দেশ বা এরিয়ার কথা চিন্তা করি বা কোন একটা নির্দিষ্ট ভূখন্ড এর কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই সেখানে ১০০% মানুষ অক্ষর জ্ঞান সমৃদ্ধ নয়

অল্প সংখ্যক হলেও অক্ষর জ্ঞানহীন বা অক্ষর জ্ঞান কম এমন মানুষ রয়েছে। তাছাড়া বাচ্চারা তো রয়েছেই। 

ঐ শ্রেণির মানুষ গুলো যেহেতু অক্ষর জ্ঞানহীন বা অক্ষর জ্ঞান কম এমন, তাই তারা Logo তে যত কিছুই লিখা থাকুক না কেন বা ব্রেন্ডের নাম পড়ে পড়ে মনে রাখতে পারবে না।

তাই Logo এমন Simple হওয়া উচিৎ যাতে সর্বশ্রেণীর মানুষ সেটা দেখা মাত্রই চিনতে পারে, বুঝতে পারে, মনে রাখতে পারে। চাই তার অক্ষর জ্ঞান থাকুক বা না থাকুক।


অথবা, 

Logo Design এমন হওয়া উচিৎ: 

যে কোন দেশের, যে কোন ভাষার , ভাষা গত প্রতিবন্ধকতা থাকলে ও , সেই দেশের বা ভাষার, যে কোন শ্রেণির মানুষ Logo টি দেখা মাত্রই যেন চিনতে পারে, বুঝতে পারে, মনে রাখতে পারে। তাই লোগোর অন্যতম বৈশিষ্ট্য হলো Simple বা Simplicity.


আমরা বিশ্বের বড় বড় ব্রেন্ডের লোগো গুলো দেখে আসি..........



What are the 5 characteristics of a good logo । একটি ভালো  লোগোর ৫ টি  বৈশিষ্ঠ্য


আমরা পৃথিবীর বিখ্যাত বড় বড় কোম্পানিগুলোর  Logo গুলোর দিগে যদি তাকাই,
তাহলে আমরা এটা দেখতে পাই যে সবগুলো লোগোই Simple.

যে কোন ব্যক্তি Logo গুলো দেখামাত্রই সহজে চিনতে পারবে এবং বুঝতে পারে এবং মনে রাখতে পারে। তাই Logo Design অবশ্যই Simple হতে হবে।





For Add




Logo Design কে Simple করার জন্য যে যে বিষয় গুলো ফলো করতে হবে,

  • Try to use Basic Shapes (বেসিক সেইপ ব্যবহার করার চেষ্টা করতে হবে)
  • Try to Finish 8-12 Anchor Point (মাত্র ৮-১২ এঙ্কর পয়েন্টে করার চেষ্টা করতে হবে)
  • Try to minimalist (মিনিমাল করার চেষ্টা করতে হবে)
  • Try to Follow the Grid System (গ্রিড সিসটেম ব্যবহার করার চেষ্টা করতে হবে)



এবার আসেন এগুলো বিস্তারিত জানি.....

Try to use Basic Shapes

Logo Design কে Simple করার জন্য Basic Shapes: Circle Triangle, Rectangle and Square ব্যবহার করার চেষ্টা করতে হবে। 
(অবশ্যই Shapes Psychology অনুযায়ী) 



Try to Finish 8-12 Anchor Point

Logo Design কে Simple করার জন্য মাত্র ৮-১২ এঙ্কর পয়েন্টে লোগো ডিজাইন টি শেষ করার চেষ্টা করতে হবে। (বিশেষ করে লোগোর মূল Shape টি)



Try to Minimalist

Logo Design Complex হওয়া উচিৎ নয়। চেষ্টা করতে হবে যতটা Simple করা যায়।
এ জন্য Minimalist করার চেষ্টা করতে হবে । এতে লোগো টি Neat and clean দেখাবে। এবং সহজেই যে কেহ বুঝতে পারবে।

বিশেষ করে মর্ডান লোগো অবশ্যই Minimalist করতে হবে।



Try to Follow the Grid System

Logo Design কে Simple করার জন্য Grid System ব্যবহার করার চেষ্টা করতে হবে।এতে লোগো টি Minimalist বা Neat and Clean দেখাবে। এবং সহজেই যে কেহ বুঝতে পারবে।

(Grid System সম্পর্কে জানতে Google করতে পারেন)






For Add







2. Scalable: 

Logo Design এর ক্ষেত্রে Scalable বলতে যেটা বোঝায় তা হলো:

Logo Design এমন ভাবে করতে হবে, Logo টি কাজের প্রয়োজনে যত ছোট-বড় করা হোক না কেন, লোগোর মূল ম্যাসেজ বা মূল বিষয়/সেইপ টি স্পষ্ট বুঝা যাবে। ছোট-বড় হওয়ার কারণে কোন ধরণের প্রভাব পড়বে না।

বিশেষ করে বলা হয়ে থাকে Favicon Size ( 16*16 Pixel ) এ কোন  Logo কে কনভার্ট করা হলেও  লোগোর যে মূল ম্যাসেজ, সেটাতে কোন প্রভাব পড়বে না। এত ছোট করার পরও লোগোর মূল ম্যাসেজ/ আকৃতি ঠিক থাকবে। তাকেই Scalable বলে।







For Add








3. Memorable/Impactful: 

Logo Design এর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো Memorable/ Impactful.

Memorable/ Impactful মানে হলো:

Logo Design এমন ভাবে তৈরি করতে হবে, যাতে এটি দেখা মাত্রই মনে রাখা যায় বা মনে রাখার মতো হতে হবে। লোগোর অন্যতম একটি উদ্দেশ্যই থাকে এটি।


অনেক সিনিয়র ডিজাইনারদের মতে:

যে  Logo দেখার মাত্র ১- ৩০ সেকেন্ড পর সেটা মনে রাখা যায় বা মনে রাখার মতো হয়, সেটাই Memorable/ Impactful Logo.

আর যেটা মনে রাখা যায়না বা মনে রাখার মতো না হয়, তাহলে সেটি প্রফেশনাল মানের লোগো নয়। সেটির দ্বারা লোগোর মূল উদ্দেশ্য হাসিল হবে না।

তাই লোগো অবশ্যই Memorable/ Impactful হতে হবে।







For Add







4. Versatile/Flexible/Multipurpose:

Logo Design এর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো Versatile/ Flaxible/ Multipurpose. 

Versatile/ Flaxible/ Multipurpose মানে হলো:

Logo Design টি ব্যবহারের প্রয়োজনে যে কোন স্থানে, যে কোন কালারে স্থানান্তর/রুপান্তর করা হোক না কেন, লোগোটি দেখতে সুন্দর লাগবে এবং লোগোর মূল ম্যাসেজ/বিষয় টি স্পষ্ট বুঝা যাবে। 

এ জন্য Logo Design করার সময় কয়েকটি কালার ভেরিয়েন্টে করতে হবে।
বিশেষ করে লোগোর মূল কালার ছাড়াও এটাকে বিভিন্ন কালারে স্থানান্তর/রুপান্তর করতে হবে, অন্তত সাদা-কালো ভার্সনে স্থানান্তর/রুপান্তর করে দেখতে হবে মূল ম্যাসেজ/বিষয়টি ফুটে উঠছে কিনা।

অনেক লোগো ডিজাইনার, লোগো ডিজাইন করার সময় এ বিষয়টা খেয়াল রাখে না বিধায়, লোগো ডিজাইন টি ডিভাইসে/ওয়েব ভার্সনে ভালো দেখা গেলেও প্রিন্ট দিতে গেলে অথবা বিভিন্ন ভেরিয়েশনে ব্যবহার করতে গেলে ফুটে উঠে না।

এ জন্য

Logo Design করার সময় ক্লাইন্ট এর বিজনেস সম্পর্কে জেনে নিতে হবে।
ক্লাইন্ট লোগোটি বা Brand Identity টি কোন কাজে ব্যবহার করবে ?
কোথায় ব্যবহার করবে ?
যদি প্রিন্ট ও ওয়েব দুই জায়গায় ব্যবহার করা হয় তাহলে এমন ভাবে করতে হবে যাতে দুই জায়গাই ফুটে উঠে সে অনুযায়ী করতে হবে।


তাই লোগো ডিজাইন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে, লোগো টি যেন অবশ্যই Versatile/ Flaxible/ Multipurpose হয়।






For Add









5. Relevant:
Logo Design এর সর্বশেষ বৈশিষ্ট্য হলো Relevant.

Relevant মানে হলো:

Logo Design টি এমন হতে হবে, যাতে Brand এর মূল ম্যাসেজ/ ধরণ/ সার্ভিস/ প্রতিনিধিত্ব টি লোগোতে প্রতিফল ঘটে


তার মানে এই না যে, সরাসরি প্রোডাক্ট বা সার্ভিস রিলেডেট সেইপ দিয়ে সরাসরি লোগো ডিজাইন করা। এ জন্য কিছু কৌশল রয়েছে।


Relevant করার জন্য যে যে বিষয় গুলো প্রয়োজন হয়:
  • Shapes Psychology অনুযায়ী  Logo Design তৈরি করতে হবে।
  • Color Psychology অনুযায়ী  Logo Design তৈরি করতে হবে।
  • উপযুক্ত টাইপোগ্রাফি ব্যবহার করতে হবে।
  • Negative Space ব্যবহার করার মাধ্যমে
  • Effect/ Shadow  ব্যবহার করার মাধ্যমে
এ বিষয় গুলো ফলো করে লোগো ডিজাইন করলে আপনার লোগোটি অবশ্যই Relevant হবে।




এ ৫টি বিষয় মাথায় রেখে Logo Design করলে আপনার লোগোটি অবশ্যই ইউনিক এবং সুন্দর প্রফেশনাল মানের হবে।






সর্বশেষ আপডেট: ৪ জানুয়ারী ২০২৪

লেখক ও গবেষক

--------------

মোঃ ইউসুফ

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার
(লোগো ডিজাইনার)

Contact and Follow



যে কোন সমস্যায় গ্রুপে পোস্ট করুণ: FBITSchool

পেইজে মেসেজ দিতে পারেন: FBITSchool

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ