What is Adobe Illustrator । what is adobe illustrator used for। Adobe illustrator কি? এবং এর ইতিহাস।

What is Adobe Illustrator?





``Adobe Illustrator  হলো Vector Graphics সফটওয়্যার, যেটা তৈরি করেছে Adobe Inc. কোম্পানি''

সফটওয়্যার টি মূলত তৈরি এবং বাজারজাত করা হয়েছিল Apple Macintosh এর জন্য অর্থাৎ অ্যাপেল কোম্পানির Macintosh জাতীয় কম্পিউটারের জন্য 1985  সালে ।  কিন্তু  January 1987 সালে সফটওয়্যার টি  জনপ্রিয় হতে থাকে। Illustrator  তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত  অনেকবার আপডেট হয়েছে, অনেক কিছু নতুন বিষয় এড এবং রিমোভ  হয়েছে ।  সর্বশেষ আপডেট  Illustrator 2023 , 27.7th generation  যেটি প্রকাশ হয়েছিল July, 2023, সালে।







For Add







Adobe Illustrator এর ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হলো:


Versions 1–1.6 (Illustrator 88)

আমরা আগেই জেনেছি যে Adobe Illustrator  সর্বপ্রথম বিকাশ হয়েছিল Apple Macintosh এর জন্য 1985  সালে।  কিন্তু  January 1987 সালে সফটওয়্যার টি  জনপ্রিয় হতে  থাকে। Illustrator এর সহযোগী সফটওয়্যার  Adobe Photoshop   ‍দিয়ে শুধু ফটো এর এডিটিং করা হত। তখন typesetting, লোগো ডিজাইন, ম্যাগাজিনের বিজ্ঞাপন সহ ইত্যাদি কাজে Illustrator জনপ্রিয় হয়ে ওঠে। তখন সফটওয়ারটি The Adobe Illustrator নামে প্রকাশিত হয়। এই নামে কয়েকটি ভার্সন বের  হয়েছিল । যেমন Adobe Illustrator ( Verson 1.0-1.6)  তারপর  1988 সালে Illustrator 88   নামে একটি ভার্শন প্রকাশিত হয়।


Versions (2-6)

যদিও প্রথম দশকে Adobe  প্রাথমিকভাবে Apple Macintosh এর জন্য Illustrator  বিকাশ করেছিল,  অন্যান্য প্ল্যাটফর্ম কে বিক্ষিপ্তভাবে সমর্থন করেছিল নব্বইয়ের দশকের গোড়ার দিকে NeXT, Silicon Graphics and Sun Solaris  প্ল্যাটফর্ম গুলোর জন্য Adobe Illustrator প্রকাশ করেছিল। তবে সেটি বাজারে খারাপ গ্রহণযোগ্যতার কারণে সেটি বন্ধ করে দেওয়া হয় হয়েছিল। 

তারপর Windows  এর জন্য  version 2.0 প্রকাশ করেছিল 1989 সালে। তারপর সেটির পরবর্তী ভার্শন ( version 4.0)   প্রকাশিত হয়েছিল 1992 সালের মে মাসে। তারপর আবার 1996 সালে Windows এর জন্য  version 5.1 প্রকাশিত হয় ।  অন্যান্য প্ল্যাটফর্ম গুলোর জন্য এর মধ্যে অনেকগুলো ভার্সন প্রকাশিত হয়েছিল।  যেমন: version 3.00, 3.5, 3.5, 5, 5.5, 5.5.1,  এবং  সর্বশেষ  February 1996  সালে ( version 6 ) প্রকাশিত হয়েছিল।


Versions 7–10



version 7  এসে Adobe  একটি বড় পরিবর্তন  আনে। Illustrator এবং Photoshop একই   interface এ নিয়ে আসে । version 10  থেকে   Illustrator  এ  Photoshop এর মত  বিভিন্ন  plug-ins  সাপোর্ট করতে থাকে এবং কাজের গতি বাড়িয়ে দেয়। আরেকটা বড় পরিবর্তন হল  version 7  এর পূর্বের সকল version  গুলি একেকটা একেক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছিল।  কিন্তু,  version 7  এসে সবগুলো প্লাটফর্মের জন্য একই সফটওয়্যার প্রকাশ  করেছিল।  যেমন:  Macintosh and Windows  ব্যবহার কারীরা  যাতে একই  সফটওয়্যার উভয় প্লার্ট ফর্মে ব্যবহার করতে পারে তাই উভয় এর জন্য একই সফটওয়্যার  প্রকাশ করেছিল। 

তারপর ইন্টারনেটের উন্নয়নের কারণে  Illustrator এবং Photoshop মধ্যে পার্থক্য হতে থাকে। তারপর Illustrator  Web publishing, rasterization previewing, PDF, and SVG (Scalable Vector Graphics.)  ইত্যাদি আউটপুট দেওয়া যেত।  version 7 এরপর আরো কয়েকটি ভার্সন আসে। যেমন:  version 8,9  এবং সর্বশেষ নভেম্বর 2001 সালে  আসে  version 10 । 

আমাদের দেশের প্রিন্টিং প্রেস গুলোতে বেশিরভাগ সেই 2001 সালের  Illustrator 10  ভার্সন ব্যবহৃত হচ্ছে।






For Add





Versions CS–CS6

Illustrator 10  ভার্সন  এর পরপরই 2003 সালের অক্টোবর মাসে বাজারে আসে  Illustrator CC ভার্সন।  অর্থাৎ version 11  তারপর  27 এপ্রিল  2005 সালে Illustrator CS2  অর্থাৎ version 12, এবং 12.0.1  প্রকাশিত হয়। তারপর  2007 সালের এপ্রিল মাসে  প্রকাশিত হয় Illustrator CS3  অর্থাৎ version 13 । তারপর অক্টোবর 2008 সালে Illustrator CS4  অর্থাৎ version 14 প্রকাশিত হয়।  তারপর মে 2010 সালে Illustrator CS5  অর্থাৎ version 15, 15.0.1,  15.0.2 প্রকাশিত হয় । তারপর CS ভার্সন এর সর্বশেষ ভার্সন Illustrator CS6  অর্থাৎ version 16, এবং 16.0.2  প্রকাশিত হয়  April 23, 2012 সালে, এর সাথে  অনেকগুলো বৈশিষ্ট্যযুক্ত হয়েছিল। যেমন: new user interface, layer panels, RGB codes, and color ramp to increase performance. 




বিঃদ্রঃ আমাদের দেশের প্রিন্টিং প্রেস গুলোতে আপডেট সফটওয়্যার বলতে  বেশিরভাগ সেই April 23, 2012 সালের  Illustrator CS6  এর  ভার্সন version 16, এবং 16.0.2 ব্যবহৃত হচ্ছে।



CC = Creative Cloud

Adobe Creative Cloud  হচ্ছে  Adobe কোম্পানির প্যাকেজ  সফটওয়্যার সার্ভিস,  যেটার মাধ্যমে মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন এর ভিত্তিতে ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার বিতরণ করা হয় এবং  ব্যাবহার কারীরা  সাবস্ক্রিপশন নেওয়ার পর ইন্টারনেট থেকে  সফটওয়্যার  ডাওনলোড করে  ব্যাবহার কারে ।   সাবস্ক্রিপশন  এর মেয়াদ যতদিন  থাকে ততদিন  সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারে এবং এর মধ্যে কোন আপডেট আসলেই সেটাও বিনামূল্যে উপভোগ করতে পারে সাথে ফন্ট এবং কালারও  করণ সেটা সাবস্ক্রিপশন এর সাথে অন্তর্ভুক্ত । সাবস্ক্রিপশন এর মেয়াদ শেষ হলে তারপর সেটা আবার আপডেট  করতে  করতে  হয়।  

Adobe  কোম্পানির  প্রথমে   Amazon Web Services  এর hosting  ব্যবহার করেছিল কিন্তু নতুন চুক্তি অনুসারে Microsoft এর  Microsoft Azure এর hosting ব্যবহার করছে ।  আর এ চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে  2013 সালের 17 জুন  Creative Cloud এর প্রথম  সফটওয়্যার  Illustrator CC অর্থাৎ version 17  প্রকাশ  করে। 



Illustrator CC - Illustrator 2023


  • Illustrator CC অর্থাৎ version 17 প্রকাশ পায় June 17, 2013,
*version 17.1 প্রকাশ পায়  January 16, 2014.
  • Illustrator CC 2014  অর্থাৎ version 18.0 প্রকাশ পায় June 18,2014,

version 22.1.0 প্রকাশ পায় March 13, 2018

  • Illustrator CC 2015 অর্থাৎ version 19.0.0 প্রকাশ পায় June 16, 2015.

  • Illustrator CC 2015.1 অর্থাৎ version 19.1.0 প্রকাশ পায় July 25, 2015.
  • Illustrator CC 2015.2 অর্থাৎ version 19.2.0 প্রকাশ পায় November 30, 2015.
  • Illustrator CC 2015.3 অর্থাৎ version 20.0 প্রকাশ পায় June 20, 2016.
  • Illustrator  CC 2015.3.1 অর্থাৎ version 20.1 প্রকাশ পায় August 10, 2016.
  • Illustrator  CC 2017  অর্থাৎ version 21.0.0  প্রকাশ পায় November 2, 2016.
  • Illustrator  CC 2017.0.1 অর্থাৎ version 21.0.1  প্রকাশ পায় January 9, 2017.
  • Illustrator  CC 2017.0.2  প্রকাশ পায় January 15, 2017.
  • Illustrator  CC 2017.1  অর্থাৎ version 21.1.0  প্রকাশ পায় April 5, 2017.
  • Illustrator CC 2018  অর্থাৎ version 22.0.0 প্রকাশ পায় October 18,2017,


  • Illustrator CC 2019  অর্থাৎ version 23.0.0 প্রকাশ পায় October 15, 2018, 

version 23.0.2 প্রকাশ পায় February 8, 2019,
version 23.1.0 প্রকাশ পায়  September 18, 2019.


  • Illustrator CC 2020  অর্থাৎ version 24.0 প্রকাশ পায় October 24, 2019,

version 24.0.2 প্রকাশ পায় December 2019,
version 24.1 প্রকাশ পায় March 6, 2020
version 24.2 প্রকাশ পায় June 16, 2020
version 24.3 প্রকাশ পায়  August 2020.


  • Illustrator CC 2021  অর্থাৎ version 25.0 প্রকাশ পায় October, 2020, 

version 25.1 প্রকাশ পায় January, 2021,
version 25.2 প্রকাশ পায় February, 2021,
version 25.3 প্রকাশ পায় June, 2021,


  • Illustrator CC 2022  অর্থাৎ version 26.0 প্রকাশ পায় October, 2021,

version 26.1 প্রকাশ পায় February 28, 2022,
version 26.2 প্রকাশ পায় March, 2022,
version 26.3 প্রকাশ পায় May 10, 2022,
version 26.4 প্রকাশ পায় July 25, 2022,
version 26.5 প্রকাশ পায় August 25, 2022,


  • Illustrator CC 2023  অর্থাৎ version 27.0 প্রকাশ পায় October 10, 2022, 

version 27.1 প্রকাশ পায় December 6, 2022,
version 27.2 প্রকাশ পায় January, 2023,
version 27.3 প্রকাশ পায় February, 2023,
version 27.4 প্রকাশ পায় March, 2023,
version 27.5 প্রকাশ পায় April 21, 2023,
version 27.6 প্রকাশ পায় May, 2023,
version 27.7 প্রকাশ পায় July, 2023,








For Add








Adobe Illustrator ব্যবহার করার জন্য কম্পিউটার কনফিগারেশন

Adobe Illustrator 2019 আপনার কম্পিউটারে  install  দেওয়ার জন্য সর্বনিম্ন নিচে দেওয়া বিষয় গুলো আপনার কম্পিউটারে থাকতেই হবে। 

  • Operating SystemWindows 10 Latest Build
  • RAM: 2 GB of RAM for 32-bit; 4 GB of RAM for 64 bit
  • Hard Disk2 GB of free space required.
  • ProcessorMulticore Intel processor (with 32/64-bit support) or AMD Athlon 64 processor



Adobe Illustrator 2020 আপনার কম্পিউটারে  install  দেওয়ার জন্য সর্বনিম্ন নিচে দেওয়া বিষয় গুলো আপনার কম্পিউটারে থাকতেই হবে। 

  • Operating SystemWindows 7 with Service Pack 1, Windows 10 (Version 1709 or later) x64.
  • RAM: 8 GB of RAM (16 GB recommended)
  • Hard Disk2 GB of free space required.
  • ProcessorMulticore Intel processor (with 64-bit support) or AMD Athlon 64 processor
  • Display: 1024 x 768 display (1920 x 1080 recommended)
  • GPU: OpenGL 4. X



Adobe Illustrator 2021 আপনার কম্পিউটারে  install  দেওয়ার জন্য সর্বনিম্ন নিচে দেওয়া বিষয় গুলো আপনার কম্পিউটারে থাকতেই হবে। 

  • Operating SystemWindows XP/Vista/7/8/8.1/10
  • RAM: 2 GB
  • Hard Disk2 GB of free space required.
  • ProcessorIntel Pentium 4 or AMD Athlon 64 processor
  • Display: 1024 x 768
  • GPU: OpenGL 4. X



Adobe Illustrator 2022 আপনার কম্পিউটারে  install  দেওয়ার জন্য সর্বনিম্ন নিচে দেওয়া বিষয় গুলো আপনার কম্পিউটারে থাকতেই হবে। 

  • Operating System: Windows XP/Vista/7/8/8.1/10
  • RAM: 2 GB
  • Hard Disk: 2 GB
  • Processor: Intel Dual Core or higher processor



Adobe Illustrator 2023 আপনার কম্পিউটারে  install  দেওয়ার জন্য সর্বনিম্ন নিচে দেওয়া বিষয় গুলো আপনার কম্পিউটারে থাকতেই হবে। 

  • Operating System: Windows 10/11
  • RAM: 8 GB of RAM (16 GB recommended)
  • Hard Disk: 2 GB
  • Processor: Multicore Intel processor (with 64-bit support) or AMD Athlon 64 processor.


বিঃদ্রঃ উপরে Adobe Illustrator 2019 থেকে Adobe Illustrator 2023  install  দেওয়ার জন্য সর্বনিম্ন কম্পিউটার কনফিগারেশন দেওয়া হয়েছে । এর নিচের ভার্সন গুলো install  দেওয়ার জন্য  এর থেকে বেশি কিছু লাগবে না। আপনার কম্পউটার যদি আরো লো লেভেলের হয়ে থাকে তাহলে আপনি  তাহলে আপনি আরে নিচের ভার্সন গুলো ব্যবহার করতে পারেন।






For Add





Adobe Illustrator  কি কি কাজে ব্যবহার হয়?

variety of digital and printed images, cartoons, charts, diagrams, graphs, illustrations,  logos সহ  All Kinds of Print item তৈরি করতে Adobe Illustrator ব্যবহৃত হয়।  বিশেষ করে ভেক্টর ভিত্তিক সকল কাজ অর্থৎ যেটা রাস্টার গ্রাফিক্স স্যাফটওয়ার ( Adobe Photoshop)  এ সম্ভব না সেটা Adobe Illustrator দিয়ে করা হয়। 

 

Adobe Illustrator এ যে যে Formats এ  Save দেওয়া যায়

  • Ai
  • EPS
  • PDF
  • SVG
  • WMF
  • VML


Adobe Illustrator এ যে যে Formats এ  Save অথবা Export  দেওয়া যায়

  • AutoCAD Drawing (dwg)
  • AutoCAD Interchange (dxf)
  • BMP (BMP)
  • Enhanced Metafile (emf)
  • Flash (SWF)
  • JPEG (jpg, jpe, jpeg)
  • GIF
  • Macintosh PICT (pct)
  • Photoshop (PSD)
  • PNG (png)
  • Targa (TGA)
  • Text Format (txt)
  • TIFF (tif)

 

Adobe Illustrator এ যে যে Formats এর Files  Import  দেওয়া যায়

  • Adobe (fxg)
  • Adobe Illustrator (ai, ait)
  • AutoCAD Interchange File (dxf)
  • AutoCAD Drawing (dwg)
  • BMP (BMP, rle, dib)
  • Computer Graphics Metafile (cgm)
  • CorelDraw (cdr)
  • Enhanced Metafile (emf)
  • Freehand (fh7, fh8, fh9, fh10, fh11, ft11)
  • GIF
  • JPEG (jpg, jpe, jpeg)
  • Macintosh PICT (pic, pct)
  • Microsoft RTF (RTF)
  • Microsoft Word (doc, docx)
  • PCX (PCX)
  • Photoshop (PSD, PDD)
  • Pixar (pxr)
  • PNG (png)
  • Targa (tga, vda, icb, vst)
  • Text (txt)
  • TIFF (tif, tiff)





সর্বশেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৩

লেখক ও গবেষক

--------------

মোঃ ইউসুফ

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার
(লোগো ডিজাইনার)

Contact and Follow



যে কোন সমস্যায় গ্রুপে পোস্ট করুণ: FBITSchool

পেইজে মেসেজ দিতে পারেন: FBITSchool

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ